মালদার হরিশচন্দ্রপুরের চাঁচলে শুরু হল দ্য গ্লোবাল হারমণি স্কুল

ডেলি বাংলা সংবাদ: মালদার হরিশচন্দ্রপুরে পথ চলা শুরু করল দ্য গ্লোবাল হারমণি স্কুল। এটি একটি কো-এড ইংরেজি মাধ্যম স্কুল। ১ এপ্রিল একটি সাংবাদিক বৈঠক করে এই নয়া স্কুলের উন্নত দৃষ্টিভঙ্গির পাশাপাশি শিক্ষার গুণমানের কথা তুলে ধরা হয়। সাংবাদিক বৈঠকে জানানো হয়, শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের চরিত্র গঠনে বিশেষ নজর দেওয়া হবে। বর্তমান শিক্ষার দিকে নজর রেখে স্কুলটিতে জাতীয়স্তরে ছাত্রদের উপযোগী হিসেবে গড়ে তোলার সমস্ত সুযোগ সুবিধা থাকবে। স্কুলে শিক্ষার্থীরা গুণী ফ্যাকাল্টিদের পরামর্শ পাবেন। সাংবাদিক বৈঠকে জানানো হয়, ছাত্র-ছাত্রীদের দক্ষতার বিচারে স্কলারশিপ প্রদান করা হবে। পড়াশোনার পাশাপাশি তাদের ব্যবহার ও আচরণের ওপর গুরত্ব দেওয়া হবে। অনুষ্ঠানে স্কুলের চেয়ারম্যান মুহাম্মদ জওয়াহির রাহী (রানা) স্কলারশিপ প্রদানের কথা ঘোষণা করেন। চাঁচল সাব ডিভিশনে গড়ে ওঠা এই স্কুল একটি আদর্শ বিদ্যালয় হিসেবে নজির গড়ে তুলবে। সহবৎ, ব্যবহারকে অগ্রাধিকার দিয়ে শিক্ষার্থীদের হাতে শ্যামাপদ সাহা রায় স্কলারশিপ প্রদান করা হবে। সততা, আদর্শকে সামনে রেখে এই স্কুল আগামীদিনে ভবিষ্যতে নিজের একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

ছাত্রদের দূরদর্শী চেতনা ও উদ্ভাবনী ক্ষমতাকে সম্মান জানিয়ে এপিজে আবদুল কালাম পুরস্কার দেওয়া হবে। চেয়ারম্যান মুহাম্মদ জওয়াহির রাহী আত্মবিশ্বাসের সুরে জানান, বিদ্যালয়টি জাতীয় পাঠ্যক্রম মেনে মাধ্যমিক থেকে সেকেন্ডারি স্তর পর্যন্ত ভবিষ্যৎ সম্প্রসারণের লক্ষ্যে নিয়ে এগিয়ে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। চেয়ারম্যান বলেন, তিনি  বিশ্বাস করেন যে প্রতিটি শিশুরই বিকাশের সুযোগ সুবিধা পাওয়ার সহজাত অধিকার রয়েছে। তাদের উদ্ভাবনী ক্ষমতা, আত্মবিশ্বাসকে অনুপ্রাণিত করা উচিত। এই মহতি উদ্দেশ্যকে সামনে রেখে সমস্ত অভিভাবক সহ বৃহত্তর সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি। দ্য গ্লোবাল হারমণি স্কুল সততা, শিক্ষার্থীদের পড়াশোনা, তাদের চারিত্রিক গঠনকে সামনে রেখে তাদের ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সোশ্যাল মিডিয়া

Recent Posts

Sign up for our Newsletter

https://1xbet-azerbaycanda24.com, https://1winaz777.com, https://1xbetcasinoz.com, https://vulkan-vegas-spielen.com, https://1win-azerbaijan2.com, https://1xbetaz2.com, https://1xbet-azerbaijan2.com, https://mostbet-oynash24.com, https://mostbet-azerbaycan-24.com, https://1xbet-az24.com, https://mostbetaz2.com, https://mostbetsportuz.com, https://1win-azerbaijan24.com, https://mostbet-royxatga-olish24.com, https://1win-az-777.com, https://vulkanvegasde2.com, https://vulkan-vegas-bonus.com, https://vulkan-vegas-888.com, https://pinup-bet-aze1.com, https://mostbet-azerbaycanda.com, https://most-bet-top.com, https://mostbetuzonline.com, https://1xbet-az-casino2.com, https://mostbetcasinoz.com, https://mostbet-az.xyz, https://mostbet-azerbaijan2.com, https://1xbetaz777.com, https://mostbet-ozbekistonda.com, https://vulkan-vegas-24.com, https://pinup-qeydiyyat24.com, https://mostbetaz777.com, https://kingdom-con.com, https://1xbetaz888.com, https://vulkanvegas-bonus.com, https://pinup-bet-aze.com, https://mostbet-az-24.com, https://1win-azerbaycanda24.com, https://mostbet-uzbekistons.com, https://1xbet-az-casino.com, https://1xbet-azerbaycanda.com, https://mostbet-uz-24.com, https://1win-az24.com, https://1win-qeydiyyat24.com, https://1xbetaz3.com, https://1xbetkz2.com, https://mostbet-kirish777.com, https://pinup-azerbaycanda24.com, https://mostbetuzbekiston.com, https://mostbet-azerbaycanda24.com, https://vulkan-vegas-casino2.com, https://pinup-azerbaijan2.com, https://mostbet-qeydiyyat24.com, https://mostbet-azer.xyz, https://mostbetuztop.com, https://vulkanvegaskasino.com, https://mostbettopz.com, https://mostbet-azerbaijan.xyz, https://mostbet-az24.com, https://1winaz888.com, https://vulkan-vegas-erfahrung.com, https://pinup-az24.com, https://1xbetsitez.com, https://vulkan-vegas-kasino.com, https://mostbetsitez.com, https://1x-bet-top.com