বিমানবন্দরে প্রকাশ্যে কঙ্গনা রানাউতকে থাপ্পড় মহিলা জওয়ানের

ভোটে জিতে সদ্য সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন বলি কুইন কঙ্গনা রানাউত। দিল্লির মাটিতে পা রাখার আগেই প্রকাশ্যে বিমানবন্দরে সপাটে থাপ্পড় খেলেন বিতর্কিত এই অভিনেত্রী।কর্তব্যরত মহিলা সিআইএসএফ জওয়ান থাপ্পড় মেরেছেন বলে অভিযোগ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার মোহালি বিমানবন্দর হয়ে দিল্লিতে যাচ্ছিলেন হিমাচলপ্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী কঙ্গনা। মোহালি এয়ারপোর্টে নিরাপত্তার বেড়াজাল থাকে। সেখানে কোনওভাবে বিশৃঙ্খলা করেছিলেন কঙ্গনা বলে অভিযোগ। তাতেই নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআইএসএফ মহিলা জওয়ান তাঁকে চড় মারেন বলে জানা গিয়েছে।


সমাজমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা পরীক্ষার জায়গায় রীতিমত ভিড় জমে গিয়েছে অভিনেত্রীকে ঘিরে। দেশজোড়া মোদি সরকারের একাধিক নীতি সমালোচিত হলেও তাতে দমেননি কঙ্গনা। বিজেপি সরকারের প্রতি তাঁর অনুরাগ প্রকাশ করতে গিয়ে একাধিকবার নানা বিতর্ক তৈরি করেছেন পর্দার ঝাঁসির রানী। বিশেষ করে কৃষক আন্দোলনের সময় দিল্লি-গুরুগ্রামের সড়কে হরিয়ানা-পঞ্জাবের চাষিরা জমায়েত হয়ে থাকলেও সমাজমাধ্যমে কৃষকদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়েছেন কঙ্গনা। খলিস্তান ইস্যুতেও মুখ খুলেছেন। যা নিয়ে পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ-সহ একাধিক বলিউড তারকা সরব হয়েছিলেন। অভিনেত্রীর এই বিজেপি প্রীতির প্রতিদানে তাকে তাঁর নিজের রাজ্যের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে পদ্ম শিবির। সেখান থেকে জয়ী হিসাবে সাংসদ সদস্য হিসাবে দিল্লি যাচ্ছিলেন কঙ্গনা।

সূত্রের খবর, পঞ্জাবের কৃষক আন্দোলন চলার সময় কৃষকদের অসম্মান করেছেন, এই ইস্যুতেই কঙ্গনার ওপর আজ খাপ্পা হয়ে ওঠেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফের এক মহিলা জওয়ান কুলবিন্দর কৌর। কঙ্গনার সফরসঙ্গী জনৈক মায়াঙ্ক মধুর পাল্টা কুলবিন্দরকে আক্রমণ করতে যান। তড়িঘড়ি আসরে নামেন সিআইএসএফের অন্য আধিকারিকরা। পরিস্থিতি সামাল দেওয়া হয়। কঙ্গনা অবশ্য পরে কুলবিন্দরের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বলেছেন, কড়া ব্যবস্থা নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের সোশ্যাল মিডিয়া

Recent Posts

Sign up for our Newsletter

https://1xbet-azerbaycanda24.com, https://1winaz777.com, https://1xbetcasinoz.com, https://vulkan-vegas-spielen.com, https://1win-azerbaijan2.com, https://1xbetaz2.com, https://1xbet-azerbaijan2.com, https://mostbet-oynash24.com, https://mostbet-azerbaycan-24.com, https://1xbet-az24.com, https://mostbetaz2.com, https://mostbetsportuz.com, https://1win-azerbaijan24.com, https://mostbet-royxatga-olish24.com, https://1win-az-777.com, https://vulkanvegasde2.com, https://vulkan-vegas-bonus.com, https://vulkan-vegas-888.com, https://pinup-bet-aze1.com, https://mostbet-azerbaycanda.com, https://most-bet-top.com, https://mostbetuzonline.com, https://1xbet-az-casino2.com, https://mostbetcasinoz.com, https://mostbet-az.xyz, https://mostbet-azerbaijan2.com, https://1xbetaz777.com, https://mostbet-ozbekistonda.com, https://vulkan-vegas-24.com, https://pinup-qeydiyyat24.com, https://mostbetaz777.com, https://kingdom-con.com, https://1xbetaz888.com, https://vulkanvegas-bonus.com, https://pinup-bet-aze.com, https://mostbet-az-24.com, https://1win-azerbaycanda24.com, https://mostbet-uzbekistons.com, https://1xbet-az-casino.com, https://1xbet-azerbaycanda.com, https://mostbet-uz-24.com, https://1win-az24.com, https://1win-qeydiyyat24.com, https://1xbetaz3.com, https://1xbetkz2.com, https://mostbet-kirish777.com, https://pinup-azerbaycanda24.com, https://mostbetuzbekiston.com, https://mostbet-azerbaycanda24.com, https://vulkan-vegas-casino2.com, https://pinup-azerbaijan2.com, https://mostbet-qeydiyyat24.com, https://mostbet-azer.xyz, https://mostbetuztop.com, https://vulkanvegaskasino.com, https://mostbettopz.com, https://mostbet-azerbaijan.xyz, https://mostbet-az24.com, https://1winaz888.com, https://vulkan-vegas-erfahrung.com, https://pinup-az24.com, https://1xbetsitez.com, https://vulkan-vegas-kasino.com, https://mostbetsitez.com, https://1x-bet-top.com