ডেলি বাংলা সংবাদ: হুগলী জেলার আরামবাগ থানার অন্তর্গত পুড়া সিদ্দিকিয়া আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে গ্রামবাসী সহ মাদ্রাসার শুভানুধ্যায়ীদের সহযোগিতায় ইফতার মাহফিল আয়োজিত হয়।
উক্ত দিনে প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, আসরের নামাজের পর থেকেই অনুষ্ঠান শুরু হয় এবং ইফতারের দুয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেকচারারস অ্যসোসিয়েশন অব বেঙ্গল এর সম্পাদক তথা মাদ্রাসার সাধারণ সম্পাদক মাওঃ সাদ্দাম হোসেন যুক্তিবাদী সাহেব, লেকচারারস অ্যসোসিয়েশন অব বেঙ্গল এর গুরুত্বপূর্ন সদস্য মাওলানা আবু আনসারী সাহেব,মাওঃ আফতাব উদ্দিন ফাতেহী সাহেব,মাওঃ তানজিল ফাতেহি, কারী মাওঃ ওয়াজীবুর রহমান, ঘোলদীগ্রুই যুব মিলন ফাউন্ডেশন এর সম্পাদক শেখ নাজিম সাহেব, বালিপুর ন্যাশনাল ইনস্টিটিউট এর প্রিন্সিপাল মুশারফ বিন ইয়াদুল্লাহ সাহেব , খানাকুল ১নং ব্লকের ম্যারেজ রেজিস্ট্রার সেখ আমির হোসেন মহাশয় সহ বহু আলেমেদ্বীন,মাদ্রাসার শিক্ষকগণ,এলাকার বিশিষ্ট সুধীজন ও গুনীজনেরা। মাদ্রাসার ডিরেক্টর তথা মাওঃ জামাল উদ্দিন বিন ইব্রাহিম সাহেব উক্ত মাহফিল থেকে সিয়াম পালন ও যাকাত আদায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। উক্ত মাহফিলে থেকে দেশ ও জাতির উদ্দেশে সম্প্রীতির বার্তা সহ আগামী ঈদের পর থেকেই মাদ্রাসার ছাত্র ভর্তির বিষয়েও বার্তা দেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মাওঃ সাদ্দাম হোসেন যুক্তিবাদি সাহেব।
মাদ্রাসা কে সার্বিক ভাবে সহযোগিতা করুন 9564477767– 9647593927