DailyBanglaSangbad.com
রফিকুল হাসান, হাড়োয়া: তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম এর জয় শুধু সময়ের অপেক্ষা। তার আগেই হাড়োয়া বিধানসভার মহিলা তৃণমূল কর্মী সমর্থকদের বিজয় উল্লাস। শনিবার সকাল থেকেই ভোট গণনা শুরু হয়েছে রাজ্যের ছয় কেন্দ্রের উপনির্বাচনের। হাড়োয়া বিধানসভার ভোট গণনা চলছে হাড়োয়া পি জি হাই স্কুল।
এদিন ৬ রাউন্ড শেষে ৬৩৪৫১ ভোট এ এগিয়ে হারোয়ার তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। এ দিন তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম বলেন মানুষ যেভাবে আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, জয় শুধু সময়ের অপেক্ষা। মার্জিন কত বাড়ছে সেটাই আমাদের লক্ষ্য।
আর এই জয়ের খবর গণনা কেন্দ্রের বাইরে পৌঁছতে ই সবুজ আবির্ মেখে জয়োল্লাস শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন সবুজ আবির মেয়েকে সেলিব্রেশন করতে দেখা যায় মহিলা তৃণমূল কর্মী সমর্থকদেরও। পাশাপাশি নৈহাটি, তালডাংরা, মাদারিহাট, সীতাই ও মেদিনীপুর এই ছয় কেন্দ্রের উপনির্বাচনে জয়ের পথে তৃণমূল কংগ্রেস।