মুম্বাই, ২৪ নভেম্বরঃ দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ছেদ টেনেছেন সুরকার এআর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু। মঙ্গলবার ডিভোর্সের ঘোষণা করেন এআর রহমান। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এমন যে হবে তিনি কখনো ভাবেননি।’ এদিকে সায়রার আইনজীবী বন্দনা শাহ এই দম্পতির বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাঁদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশও করেন। সম্পর্কে বোঝাপড়ার সমস্যা ও নানান মানসিক চাপের জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন রহমান-সায়রা বলে জানিয়েছেন সায়রার আইনজীবী। ২৯ বছরের দাম্পত্য ভেঙে যে সুরকারের জীবনে এমন একটা মোড় আসতে চলেছে, তা বোধহয় স্বপ্নেও ভাবেনি তাঁর অনুরাগীরা।
এপর্যন্ত বিবাহ বিচ্ছেদ নিয়ে কোনও মন্তব্যই করেননি গায়কের স্ত্রী সায়রা বানু। তবে এবার নীরবতা ভেঙে নিজেই জানালেন বিচ্ছেদের কারণ। এক অডিও বার্তায় সায়রা বলেন, “আমি সায়রা রহমান। আমি এখন মুম্বাইয়ে আছি। গত কয়েক মাস ধরে আমি শারীরিকভাবে অসুস্থ। তাই আমি এআর-এর থেকে বিরতি নিয়েছি।” শারীরিক সমস্যার কারণে মুম্বাই চিকিৎসা করাচ্ছেন বলে জানিয়েছেন সায়রা। তাঁর কথায়, এআর-এর ব্যস্ত শিডিউলের কারণে তাঁর চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। তাই তিনি কাউকে বিরক্ত করতে চাননি। তিনি নিজেই চেন্নাই থেকে মুম্বাইয়ে এসে চিকিৎসা করাচ্ছেন। অনুরাগীদের উদ্দ্যেশে তিনি বলেছেন, “রহমানের সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক নেই। দয়া করে তাঁকে ভালো থাকতে দিন।” সংবাদ মাধ্যমের একাংশ ও ইউটিউবারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে তাঁর বার্তা, দয়া করে এআর-এর বিরুদ্ধে খারাপ মন্তব্য করবেন না। তিনি একজন রত্ন, বিশ্বের শ্রেষ্ঠ মানুষ।