বিহারের মোকামায় ৩২ জন মুসলিম শিশুদের আটক : পোশাকের ভিত্তিতে অবিচার

2 Min Read

বিহারের মোকামা রেলস্টেশনে ৩২ জন মুসলিম শিশু এবং তাদের অভিভাবককে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) আটক করে। তারা গুজরাটের সুরতে জামিয়া জাকারিয়া মাদ্রাসায় যাচ্ছিল কিন্তু তাদেরকে শিশু শ্রম পাচারের অভিযোগে আটক করা হয়। 

প্রায় ১৪ ঘণ্টা ধরে আটক ছিল এই ৩২ জন শিশু এমনটা জানা গিয়েছে এবং আটক করার কারণ তাদের পোশাক—কুর্তা-পাজামা ও টুপি। যদিও তাদের কাছে ছাত্র পরিচয়পত্র এবং মাদ্রাসায় ভর্তির সার্টিফিকেট ছিল, তবুও  আরপিএফ কর্মকর্তারা সেগুলো গ্রহণ করেননি এবং তাদের আটক করে।


বিহারের মোকামা রেলস্টেশনে ৩২ জন মুসলিম শিশু এবং তাদের অভিভাবককে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) আটক করে। তারা গুজরাটের সুরতে জামিয়া জাকারিয়া মাদ্রাসায় যাচ্ছিল কিন্তু তাদেরকে শিশু শ্রম পাচারের অভিযোগে আটক করা হয়। 

প্রায় ১৪ ঘণ্টা ধরে আটক ছিল এই ৩২ জন শিশু এমনটা জানা গিয়েছে এবং আটক করার কারণ তাদের পোশাক—কুর্তা-পাজামা ও টুপি। যদিও তাদের কাছে ছাত্র পরিচয়পত্র এবং মাদ্রাসায় ভর্তির সার্টিফিকেট ছিল, তবুও  আরপিএফ কর্মকর্তারা সেগুলো গ্রহণ করেননি এবং তাদের আটক করে।


একজন স্থানীয় বাসিন্দা কাইসার রেহান বলেন, “শিশুরা ঈদ শেষে পরিবারের সাথে ফিরে আসছিল। তাদের হাতে সব কাগজপত্র ছিল, তবুও কোনো কথা না শুনেই আটক করা হয়েছে।” একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, শিশুরা আটক অবস্থায় ভীত ও হতভম্ব হয়ে বসে আছে। তারা খাবার পায়নি, কারও সাথে যোগাযোগেরও সুযোগ পায়নি। 

স্থানীয়রা যখন তাদের মুক্ত করার চেষ্টা করে, তখন তাদেরও হুমকি দেওয়া হয়। অন্য একজন স্থানীয় বলেন, “আমাদেরকে পাটনায় নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল। আমরা জোর দিয়ে তাদের মুক্তির দাবি করি।” অনেক ঘণ্টার আলোচনার পর সেই রাতে শিশুদের মুক্তি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign up for our Newsletter